সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাইবার জগতের ভার্চুয়াল জমি ৯ লাখ ডলারে বিক্রি

 


বাস্তব দুনিয়ায় উচ্চ মূল্যে জমি বিক্রি হওয়ার খবর আমরা হরহামেশাই শুনে থাকি। এবার ভার্চুয়াল জগতে বিক্রি হয়েছে জমি, তা-ও অল্প অর্থমূল্যে নয়, পুরো ৯ লাখ ডলারে  যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা। নন ফাঞ্জেবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে জমিটি।

গত ১৭ জুন ২০২১ মালিকানা হাতবদল হয় ভার্চুয়াল ওই জমির। জমি বিক্রি হয়েছে ভার্চুয়াল জগত ডিসেন্ট্রাল্যান্ডে। গোটা ব্যাপরটি বুঝতে প্রথমে এনএফটি বা নন ফাঞ্জেবল টোকেনের ব্যাপারটি প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন। এটি মূলত এমন এক ডিজিটাল সনদ যার মাধ্যমে কোনো ডিজিটাল সম্পদের মালিকানা নেওয়া সম্ভব। একটি ডিজিটাল সম্পদের শুধু একটিই এনএফটি হয়। ফলে যার হাতে এনএফটি থাকে, তাকেই সম্পদের মালিক হিসেবে ধরা হয়। খবর রয়টার্সের



এরই মধ্যে এনএফটি হিসেবে টুইটার প্রধান জ্যাক ডরসির করা প্রথম টুইট, চিত্রকর্ম, ভিডিও এবং আরও অনেক কিছু বিক্রি হয়েছে। সম্প্রতি ওয়েবের জনক স্যার টিম বার্নার্স-লি পর্যন্ত এনএফটি হিসেবে ওয়েবের জন্য লেখা প্রথম সোর্স কোড নিলামে তুলেছেন।

ডিসেন্ট্রাল্যান্ডের ওই ভার্চুয়াল জমি ৯ লাখ ডলারে কিনেছে রিপাবলিক রিয়ালম নামের একটি বিনিয়োগ তহবলি প্রতিষ্ঠান। এবারই যে প্রথম ভার্চুয়াল জমি বিক্রি হয়েছে, তা নয়। এর আগেও ভার্চুয়াল জমি কিনেছেন মানুষ। তবে এতো দামে বিক্রির ঘটনা এবারই প্রথম। 

জুনের শুরুতে স্যান্ডবক্স নামের আরেকটি ভার্চুয়াল জগত ৬ লাখ ডলারেরও বেশি মূল্যে জমি বিক্রি করেছিল। বলে রাখা ভালো, ডিসেন্ট্রাল্যান্ড ও স্যান্ডবক্স দুটি ভার্চুয়াল জগতই ব্লকচেইন নির্ভর। সম্প্রতি বিক্রি হওয়া ডিসেন্ট্রাল্যান্ডের জমিটি ২৫৯টি ইউনিট দিয়ে তৈরি, সে হিসেবে এটির আকার ধরা হচ্ছে ১৬ ভার্চুয়াল একর।

এখন প্রশ্ন আসতেই পারে, এ ধরনের জমি দিয়ে মানুষ করবে কী? ডিসেন্ট্রাল্যান্ডের মতো ভার্চুয়াল জগতে মানুষ নিজ সংগ্রহে থাকা এনএফটি সাজিয়ে দেখাতে পারে, বন্ধুদের সঙ্গে ভার্চুয়ালি হাঁটতে বের হতে পারে এবং বিভিন্ন অনলাইন অনুষ্ঠানে অংশ নিতে পারে। 

 

The-virtual-land-of-the-cyber-world-is-sold-for-9-lakh-dollars

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ