সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবীর সুরক্ষায় মহাকাশে ৩০ বছরের নাসার হাবল টেলিস্কোপ অকার্যকর

 


৩০ বছরের মত সময় আকাশে বা মহাশুন্যে ভেসে পৃথিবীবাসীকে বিভিন্ন মহাজাগতিক তথ্য, গবেষণা ও সুরক্ষা দিয়ে আসছিল নাসার হাবল স্পেস টেলিস্কোপ। কিন্তু এখন সেটা আর কাজ করছে না। কার্যত অচল হয়ে পড়েছে মহাকাশে কর্মরত নাসার হাবল স্পেস টেলিস্কোপ। এই অচলবস্থার কথা নাসা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল বিশ্ববাসীকে।অকার্যকর হয়ে পড়া হাবলের জায়গায় এবার আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। চলতি বছরের শেষেই এই শক্তিশালী টেলিস্কোপটিকে মহাকাশে পাঠাতে চলছে নাসা।



গত তিন দশক ধরে নাসার এই হাবল স্পেস টেলিস্কোপ (Hubble Space Telescope) একটানা বিশ্বব্রহ্মাণ্ডের কর্মকাণ্ডের দিকে নজর রেখে চলেছিল। প্রতি মুহূর্তের কার্যকলাপ নজরবন্দি করছিল পরবর্তী বিশ্লেষণের জন্য। ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়েছিল হাবল টেলিস্কোপকে। তারপর থেকে এটি নাসার বহু যুগান্তকারী আবিষ্কারের প্রধান অস্ত্র হিসাবে নিজেকে প্রমাণিত করেছে।


মহাকাশবিজ্ঞানীদের কাছে হাবল টেলিস্কোপ অত্যন্ত পরিচিত ও বিশ্বস্ত নাম। কিন্তু এবার সম্ভবত এর আয়ু একেবারে শেষের পথে। এর কলকব্জা জবাব দিয়ে দিয়েছে। যার ফলে গত ১৩ জুন ২০২১ থেকে এই মহাকাশে থাকা টেলিস্কোপটি আর কাজ করছে না। বা বলা ভাল, এর পেলোড কম্পিউটারটি আর কাজ করছে না।


নাসা অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মূল হাবল টেলিস্কোপে সে অর্থে কোনও ত্রুটি ধরা পড়েনি। বিজ্ঞান গবেষণার অন্যান্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম সচলই রয়েছে। সমস্যা দেখা গিয়েছে পেলোড কম্পিউটারে। সেটিকে গ্রাউন্ড স্টেশন থেকে ঠিক করার চেষ্টা করা হয়েছিল গত ১৪ জুন। কিন্তু কোনও লাভ হয়নি।


নাসার বিবৃতি অনুযায়ী, “এই পেলোড কম্পিউটারটি হল হাবল টেলিস্কোপের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। এটিই টেলিস্কোপের অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রগুলিকে কখন কীভাবে পরিচালিত করতে হবে, তার নির্দেশ পাঠায়। পাশাপাশি নজর রাখে টেলিস্কোপের স্বাস্থ্যের দিকেও।” কিন্তু সেই মাস্টার কন্ট্রোল সিস্টেমেই গড়বড়। ফলে কার্যত ঠুঁটো জগন্নাথ হাবল টেলিস্কোপ। 


হাবলের যুগ শেষে এখন মহাকাশে নতুন সফর শুরু হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের। এটি যতই উন্নত প্রযুক্তির হোক না কেন, হাবলের নস্ট্যালজিয়া তো চিরকালীন।

 

In-protecting-earth,-NASA's 30-year-old-Hubble-Telescope-is-ineffective-now

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ