সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মহাশুন্যে হাবল স্পেস টেলিস্কোপ ত্রটির শিকার কাজ করছে না

 



মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র হাবল স্পেস টেলিস্কোপ কম্পিউটার ত্রুটির শিকার হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে নাসার বিজ্ঞানীরা হাবলের পেলোড কম্পিউটারের একটি ত্রুটি সমাধানের চেষ্টা করে যাচ্ছে। যদিও প্রত্যাশার চেয়ে অনেক বেশি বয়স পেরিয়েছে হাবল স্পেস টেলিস্কোপের। তবে এবারের সমস্যাটি খুবই হতাশাজনক।

 ১৩ জুন সিস্টেমটির ত্রুটি ধরা পড়ে। পরদিন কম্পিউটারটি রিস্টার্ট করা অথবা ব্যাকআপ মেমরি মডিউলে সুইচিং করেও কোনো সফলতা পায়নি অপারেশন টিমটি। এমনকি ১৭ জুন উভয় মডিউলের মাধ্যমে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে নাসা।


নাসা জানিয়েছে, টেলিস্কোপ এবং এর বৈজ্ঞানিক যন্ত্রাংশ এখনো ভালো আছে। তবে সতর্কতা হিসাবে যন্ত্রাংশগুলোকে সেফ মোডে নেওয়া হয়েছে। চলতি বছরে ধরনের ত্রুটিতে পড়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত মার্চে প্রধান ফ্লাইট কম্পিউটারে সফটওয়্যার ত্রুটির কারণে বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছিল নাসার বিজ্ঞানীদের। এছাড়া গত কয়েক দশকে টেলিস্কোপটির ওয়াইড ফিল্ড ক্যামেরা -এর ভোল্টেজ লেভেল অনেক কমে গেছে। ভবিষ্যৎ সমস্যা প্রতিরোধে সংস্থাটি ভোল্টেজকে ওই লেভেলে কমিয়ে এনেছে

 

The-Hubble-Space-Telescope-is-not-working-in-space

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ