সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অপারেশনে কোমায় চলে যাবার ১০ মাস পর জাগলেন এক নারী

 


প্রায় ১০ মাস আগে কোমায় চলে গিয়েছিলেন এক নারী। এতোদিন বাদে কোমা থেকে জেগে উঠেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে। সেখানকার ৩৭ বছর বয়সী ক্রিস্টিনা রোজি গত বছরের জুলাই মাসে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সময় সাত মাসের গর্ভবতী ছিলেন। 

জানা গেছে, সিজারিয়ান অপারেশন করে তার গর্ভ থেকে মেয়ে ক্যাটেরিনাকে বের করা হয়। তবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হওয়ায় কোমায় চলে যান ওই নারী

প্রায় ১০ মাস পর কোমা থেকে জেগে উঠলেন ক্রিস্টিনা রোজি। তার স্বামীর বক্তব্য, জেগে উঠেই আমার স্ত্রী বলেছে 'মাম্মা' আমরা এটা আশা করিনি, মারাত্মক কষ্টের পর এটা সত্যিকারের আনন্দের

চলতি বছরের এপ্রিল মাসে ওই নারীকে ইতালি থেকে অস্ট্রিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষায়িতভাবে তার চিকিৎসা দেওয়া হয়। ওই নারী যখন কোমা থেকে জেগে ওঠেন, তখন তার পাশে মা এবং স্বামী ছিলেন

 

A woman woke up 10 months after she went into a coma in a operation


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ