সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হলেন

 


যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে বাইডেনের মনোনয়ন পাওয়া জাহেদ কোরেশি সিনেটের ভোটে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (১০ জুন) সিনেটের ৮১-১৬ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। এরই মাধ্যমে আমেরিকার ২৪৪ বছরের ইতিহাসে প্রথম ফেডারেল মুসলিম বিচারক হিসেবে তিনি নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্র্রের নিউজার্সি অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে বিচারকের পদে তিনি দায়িত্ব পালন করবেন। 

এর আগে গত মার্চ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কোরেশিসহ ১১ জন বিচারক মনোনয়ন দিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম এশিয়ান আমেরিকান নারী বিচারক কেতানজি ব্রাউন জ্যাকসনসহ তিন জন কৃষ্ণাঙ্গ নারীও ছিলেন। 

সিনেট সিনেট মেজরিটি হুইপ ডিক ডুরবিন বলেন, ‌‘নিউজার্সি থেকে মি. কুরেশি আমেরিকার ইতিহাসে প্রথম ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।’ 

সিনেটর কোরি বুকার সহকর্মীদের বলেন, এটি একটি ইতিহাস। এমন ধরনের অর্জন আরো অনেক আগে হওয়া উচিত ছিল।’ 

জাহিদ কোরেশি পাকিস্তানি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান। নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন নিউজার্সিতে বেড়ে ওঠেন। রাটগ্রেস স্কুলে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ১১ সেপ্টম্বর সন্ত্রাসী হামলার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন

২০১৯ সালে পাকিস্তানি বংশোদ্ভূত কোরেশি নিউজার্সি ডিস্ট্রিকের প্রথম মুসলিম ম্যাজিট্রেট বিচারক হিসেবে মনোনীত হয়েছিলেন। জাহিদ কোরেশি নিউজার্সির রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে স্নাতক করেন। এরপর তিনি মার্কিন সেনাবাহিনীর বিচারক হিসেবে ইরাকে কাজ করেন 


Pakistani descent  became the first federal Muslim judge in the United States

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ