সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এবার বিয়ারের বোতল সরিয়ে রাখলেন পগবা



ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) এবার তারকা ফুটবলারদের কাছে পাত্তা পাচ্ছে না স্পনসর প্রতিষ্ঠানগুলো। পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

কাল জার্মানির বিপক্ষে ফ্রান্সের - গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে ফরাসি তারকা পল পগবাও রোনালদোর সেই ঘটনার পুনরাবৃত্তি করেন। তবে এবার কোকাকোলার বোতল নয় হেইনেকেন বিয়ারের বোতল টেবিল থেকে সরিয়ে রাখলেন ফরাসি মিডফিল্ডার।

বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেইনেকেন এবার ইউরোর অন্যতম স্পনসর

পগবা ইসলাম ধর্মে বিশ্বাসী। গত রোজায় ইউরোপা লিগে এএস রোমার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের - গোলে জয়ের ম্যাচেও রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি।

কাল জার্মানির বিপক্ষে দারুণ খেলা এই মিডফিল্ডার ম্যাচ শেষে এসেছিলেন সংবাদ সম্মেলনে। তখন তাঁর সামনে ছিল দুটি কোকাকোলার বোতল, একটি পানির বোতল একটি হেইনেকেন বিয়ারের বোতল। পগবা বিয়ারের বোতলটি টেবিল থেকে সরিয়ে নিচে রেখে দেন। ধর্মীয় বিশ্বাসের সাংঘর্ষিক হওয়ায় পগবা সম্ভবত বিয়ারের বোতল সামনে রাখতে চাননি

এর আগে গত পরশু পর্তুগালের ইউরো অভিযান শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে রোনালদো টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতলগুলো সরিয়ে রেখেছিলেন। পানির বোতল সামনে রেখে তিনি বলেন, পানি খান। কোকাকোলা... (না)

কোকাকোলা ইউরোর অফিশিয়াল স্পনসর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়র বোতল রেখেছে তারা, যেমন পগবার সংবাদ সম্মেলনে নিজেদের বিয়ারের বোতল রেখেছিল হেইনেকেন। চ্যাম্পিয়নস লিগের সংবাদ সম্মেলনেও নির্দিষ্ট একটি ব্র্যান্ডের পানীয় রাখা হয় টেবিলে

ভীষণভাবে ফিটনেস সচেতন রোনালদোর সেই কাণ্ডে মোটামুটি সর্বনাশ হয়েছে কোকাকোলার। গতকাল সংবাদমাধ্যম জানিয়েছে, ইউরোপের স্টক মার্কেট খোলার সময় কোকাকোলার শেয়ারের দর ছিল ৫৬.১০ ডলার।

আধা ঘণ্টা পর পর্তুগালের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শুরু হয়। আর বুদাপেস্টে পুসকাস স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষের ঘটনার সঙ্গে সঙ্গে শেয়ারে দর নেমে আসে ৫৫.২২ ডলারে। শেয়ারবাজারে এক লাফে . শতাংশ দাম হারায় কোকাকোলা।

অর্থাৎ প্রতিষ্ঠানের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে এক লাফে ২৩ হাজার ৮০০ কোটি ডলার হয়ে যায়! মাত্র আধঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমেছে। এর অর্থ হলো, কোকাকোলার ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খসিয়ে দিয়েছেন রোনালদো 

পগবা অবশ্য সংবাদ সম্মেলন টেবিল থেকে বিয়ারের বোতল সরিয়ে নেওয়া প্রসঙ্গে কিছু বলেননি। তবে ফরাসি তারকার এই কাণ্ডে হেইনেকেনের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, কিংবা হলে তা কতটুকু তা এখনো জানা যায়নি।

মজার বিষয়, জার্মানির বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারটি হেইনেকেনের তরফ থেকেই পেয়েছেন পগবাহেইনেকেন স্টার অব দ্য ম্যাচ। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার

  This-time-Pogba-removed-the-beer-bottle

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ