সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ ৬৫ কোটি টাকা সমমুল্যের অনুদান দিচ্ছে সুদানকে

 


ঋণগ্রস্ত দরিদ্র আফ্রিকান দেশ সুদানের আন্তর্জাতিক ঋণ ভার কমানোর জন্য বাংলাদেশ ৬৫ কোটি টাকা অনুদান দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আইএমএফ) অনুরোধে বাংলাদেশ অনুদান দিয়েছে

মঙ্গলবার আইএমএফকে অনুদানের ৫৩ লাখ ২০ হাজার এসডিআর(আইএমএফের মুদ্রা) দিয়েছে বাংলাদেশ। বুধবার অর্থ মন্ত্রনালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএমএফের আহ্বানে সাড়া দিয়ে অত্যাধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ মওকুফের ৫৩ কোটি ২০ লাখ এসডিআর, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে। সরকার আশা করে ঋণ ত্রাণ(ডেট রিলিফ)হিসেবে বাংলাদেশ সরকারের অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে

উল্লেখ্য, গত বছরেও আইএমএফের উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ কোটি টাকা অনুদান দিয়েছিলো


Bangladesh-is-giving-a-grant-of-Tk-75-crore-to-Sudan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ