সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কাশি শুনেই করোনা শনাক্ত করবে রোবট

 


অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ্যার গবেষকেরা তৈরি করেছেন এমন এক রোবট যা কার্যত না ছুঁয়েই করোনা পরীক্ষা করতে সক্ষম। গবেষকরা জানানদীর্ঘদিন ধরেই এই উপায়ের কথা তাঁরা চিন্তাভাবনা করছিলেন। পাশাপাশি পরীক্ষার সঠিক ফলাফল চটজলদি কীভাবে পাওয়া যায়সেটা নিয়ে পরীক্ষা করতে করতেই এই রোবটটি বানিয়েছেন তাঁরা। 

এই দলের মুখপাত্র সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে জানানশুধুমাত্র কাশির শব্দ শুনেই রোবটটি শনাক্ত করতে পারবে কোভিড রোগীকে। এর জন্য করোনা রোগী এবং যাঁদের কোনও সংক্রমণ নেইএমন অনেকের উপর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সঠিক ফলাফল  জানাতে সক্ষম এই রোবট 

স্মার্ট ফোনের একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। এর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে জীবাণুমুক্ত করা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হয়েছে এবার সেই পথ ধরেই করোনা পরীক্ষায় রোবট কাজে লাগানোর সুপরামর্শ দিলেন বিজ্ঞানীরা 


 কাশি-শুনেই-করোনা-শনাক্ত-করবে-রোবট

The-robot-will-recognize-the-corona-virus-from-the-sound-of-cough

কাশি_শুনেই_করোনা_শনাক্ত_করবে_রোবট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ