অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদ্যার গবেষকেরা তৈরি করেছেন এমন এক রোবট যা কার্যত না ছুঁয়েই করোনা পরীক্ষা করতে সক্ষম। গবেষকরা জানান, দীর্ঘদিন ধরেই এই উপায়ের কথা তাঁরা চিন্তাভাবনা করছিলেন। পাশাপাশি পরীক্ষার সঠিক ফলাফল চটজলদি কীভাবে পাওয়া যায়, সেটা নিয়ে পরীক্ষা করতে করতেই এই রোবটটি বানিয়েছেন তাঁরা।
এই দলের মুখপাত্র সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে জানান, শুধুমাত্র কাশির শব্দ শুনেই রোবটটি শনাক্ত করতে পারবে কোভিড রোগীকে। এর জন্য করোনা রোগী এবং যাঁদের কোনও সংক্রমণ নেই, এমন অনেকের উপর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সঠিক ফলাফল জানাতে সক্ষম এই রোবট ।
স্মার্ট ফোনের একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। এর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে জীবাণুমুক্ত করা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হয়েছে এবার সেই পথ ধরেই করোনা পরীক্ষায় রোবট কাজে লাগানোর সুপরামর্শ দিলেন বিজ্ঞানীরা।
0 মন্তব্যসমূহ