সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জম্মু ও কাশ্মীর পুর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে


 

জম্মু কাশ্মীরকে কি আবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে? অন্তত সেরকমই জল্পনা চলছে রাজনৈতিক মহলে আগামী ২৪ জুন ২০২১ জম্মু-কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উপত্যকার বিজেপি বিরোধী দলগুলিকে নিয়েপিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশননামের জোট তৈরি হয়েছিল ২০১৯ সালে। ওই বছরই আগস্ট মাসে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে সংবিধানের ৩৭০ নম্বর ধারার বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর থেকেই লাদাখ এবং জম্মু-কাশ্মীর, দু কেন্দ্রশাসিত অঞ্চলেই চলছে রাষ্ট্রপতি শাসন।

 উপত্যকায় রাজনৈতিক কার্যকলাপ একপ্রকার স্তব্ধ। সম্প্রতি জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচন হয়েছে। এবার সেখানে বিধানসভা ভোট করতে চাইছে কেন্দ্র। যাতে অচলাবস্থা কাটিয়ে আবার মূলস্রোতে ফেরে উপত্যকা। সেই লক্ষ্য নিয়েই গুপকর জোটকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

এই গুপকর  জোটের প্রধান দু নেতা ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিকে দীর্ঘদিন বন্দি করে রাখা হয়েছিল। অবশেষে স্বাভাবিকতায় ফেরানোর পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছেন সেখানে এই জোটের প্রতিটি দলই দুটি দাবি তুলতে চলেছে। প্রথমত, জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয়ত, যে স্বীকৃতি সংবিধান প্রণেতারা দিয়েছিলেন, সেই বিশেষ অধিকার ৩৭০ ৩৫ নম্বর ধারার রক্ষাকবচ আবার ফেরানো হোক।

এর মধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা চলছেকেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরকে আবার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে পারে মোদি সরকার। বিষয়টি বাস্তবায়িত হলে সেটা হবে কঠোর রাজনৈতিক সিদ্ধান্তের দুবছরের মধ্যেই ভোলবদল ও অচলাবস্থার নিরশন। । 

যদিও বিজেপি এবং মোদি সরকারের পক্ষ থেকে আগে আশ্বাস  দেওয়া হয়েছিল যে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার জম্মু-কাশ্মীরকে দেওয়া হবে পূর্ণ রাজ্যের মর্যাদা। মঙ্গলবার মেহবুবা মুফতি, ওমর আবদুল্লারা বলেছেন, বৈঠকে গিয়ে আমাদের প্রধান দাবি হবে পূর্ণ রাজ্য।


Jammu-and-Kashmir-is-regaining-the-status-of-a-full-fledged-state

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ