২৮ ঘণ্টায় ১০ তলার একটি আবাসিক ভবন বানিয়েছে ব্রড গ্রুপ নামের চীনের একটি নিমার্ণকারী সংস্থা। দেশটির চাঙ্গশা শহরে এ বাড়িটি তৈরি করে তাক লাগিয়ে দেয় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটি।
ঠিকমতো প্রস্তুতি নিয়ে দোতলা থেকে তিনতলা একটি বাড়ি পুরোপুরি তৈরি করতে অন্তত কয়েক সপ্তাহ থেকে কয়েকমাস সময় লেগে যায়। কিন্তু
একদিনের একটু বেশি সময়েই গগনচুম্বী ওই ইমারত তৈরি করে তাক লাগিয়েছে একটি চিনা সংস্থা।
সাধারণত কোনও গগনচুম্বী বাড়ি তৈরি করতে নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয়, শুধু তাই নয়, প্রচুর লোকবল এবং সময়ও লাগে। কিন্তু চিনের হুনান প্রদেশের চাংগসা শহরে মাত্র দশতলা বাড়িটি তৈরি করতে ব্রড গ্রুপ নামে একটি নির্মাণকারী সংস্থা সময় নিয়েছে মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিট।
এই বাড়িটি তৈরি করতে প্রি-ফ্যাব্রিকেটেড পদ্ধতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ আগেই বাড়িটি আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে ব্রড নামে ওই সংস্থার কারখানায়। তারপর নির্মাণস্থলে সেগুলিকে নিয়ে এসে বিশালাকার তিনটি ক্রেনের মাধ্যমে একটি ব্লকের উপর আরেকটি ব্লক বসানো হয়।
সংস্থাটি এটাও জানিয়েছে যে, এত অল্প সময়ের মধ্যে বানানো হলেও বাড়িটি যথেষ্ট মজবুত। এবং ভূমিকম্পরোধী। তাছাড়া বাড়ির প্রতিটি অংশ খুলে অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া যাবে
সংস্থাটি জানিয়েছে, আগে থেকেই পরিকল্পনামাফিক পুরো কাঠামো তৈরি করা হয়েছিল বাড়িটির। সেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়িটি তৈরি করা হয়েছে। কাঠামো আগে থেকেই তৈরি থাকাতে সময়ও বেঁচেছে। ফলে এক দিনের মধ্যেই পুরো বাড়িটি দাঁড় করিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
ভবনটি নির্মাণ করার সঙ্গে সঙ্গে বিদুৎ ও ইন্টারনেট সেবাও প্রদান করা হয়।
The-Chinese-company-build-a-10-storey-building-in-just-28-hours
0 মন্তব্যসমূহ