সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চীন প্রথমবারের মতো নিজস্ব মহাকাশ স্টেশন চালু করলো

 


চীনের মনুষ্যবাহী মহাকাশযান প্রকল্প কার্যালয় সূত্র জানিয়েছে, শেনচৌ-১২নং মনুষ্যবাহী নভোযান   গত ১৮ জুন ২০২১ (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৫৪ মিনিটে মহাকাশে চীনের মহাকাশ স্টেশনের মূল অংশ থিয়ানহ্য সঙ্গে সংযুক্ত হয়েছে। সংযুক্ত হতে সময় লাগে প্রায় সাড়ে ছয় ঘণ্টা। থিয়ানহ্য মহাকাশকেন্দ্রের মূল অংশ কক্ষপথে পাঠানোর পর প্রথমবারের মতো কোনো মনুষ্যবাহী নভোযানের সঙ্গে তা সংযুক্ত হলো। একইদিন রাতে তিনজন মহাকাশচারী যথাক্রমে থিয়ানহ্যতে প্রবেশ করেন। চীনারা এই প্রথমবারের মতো নিজের মহাকাশ স্টেশনে প্রবেশ করলো।

মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্তি হলো মনুষ্যবাহী অভিযানের তিনটি মৌলিক প্রযুক্তির মধ্যে অন্যতম একটি। এটি হলো মহাকাশকেন্দ্র এবং মহাকাশে পরিবহন ব্যবস্থার বণ্টন, রক্ষণাবেক্ষণ, মহাকাশচারী বিনিময় এবং উদ্ধার; যা কক্ষপথ সেবার পূর্বশর্ত। এটি অনেক জটিল কাজ এবং তা নিখুঁত নির্ভুলভাবে করতে হয়


 ‘শেনচৌ-১২নং মনুষ্যবাহী নভোযান কক্ষপথে প্রবেশের পর দ্রুত গতিতে স্বয়ংক্রিয়ভাবে মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়েছে। মহাকাশচারীরা মহাকাশকেন্দ্রের মূল অংশে প্রবেশ করেছে। সেখানে তারা কাজ করবেন এবং তিন মাস থাকবেন। প্রায় তিন মাস কাজের পর শেনচৌ-১২নং নভোযান-যোগে আবারও তোংফোং অবতরণকেন্দ্রে ফিরে আসবেন তারা।


আগের চেয়ে এবারের নতুন পরিবর্তন হলো শেনচৌ-১২নং মহাকাশযান প্রথমবারের মতো দ্রুত গতিতে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়েছে। মহাকাশচারীদের মহাকাশ স্টেশনে প্রবেশের পর শেনচৌ-১২নং মহাকাশযানের নির্ধারিত স্থানে পার্কিং করা হয়। যে কোনো সময় মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসতে এটি প্রস্তুত।

 China-launches-its-own-space-station-for-the-first-time

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ