সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

স্পেন মাস্ক-মুক্ত, মাস্ক পরতে হবেনা ২৬ জুন থেকে

 


স্পেনে চলতি বছরের ২৬ জুন থেকে বাড়ির বাইরে বের হলে আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। সে দেশের প্রধানমন্ত্রী এ   ঘোষণা দিয়েছেন। 

জানা গেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের এ ঘোষণায় সাধারণ জনগণ বেশ সন্তুষ্ট। প্রধানমন্ত্রী  বলেছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বের হলে আর মাস্ক পরার বাধ্যবাধকতা থাকবে না। 

করোনাভাইরাসে যে দেশগুলি সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় তাদের মধ্যে অন্যতম স্পেন। স্পেনে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ লক্ষ ৫৩ হাজার ২২৮ জন। দেশে করোনার বলি এখনও পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন। একটা সময় করোনা হানায় থরহরি দশা ছিল স্পেনে। তবে কঠি নিয়মানুবর্তিতার ফল মিলেছে। আপাতত করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে ১১ নম্বরে স্পেন।

দেশে মরন ভাইরাস করোনার সংক্রমণ রুখতে গত বছরের মে মাসে বাড়ীর বাহিরে ও গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। পরবর্তী সময়ে স্পেনের ৬ বা তার বেশি বয়সীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়। মাস্ক না পরলে মোটা টাকা জরিমানাও আদায় করা হয়। করোনার সংক্রমণ এড়াতে মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে সরকারি তরফে বিভিন্নভাবে প্রচার চালানো হয়। একটানা এই প্রচার ও দেশবাসীর কোভিড প্রোটোকল মেনে চলার সুফল পেয়েছে স্পেন। এবার মাস্ক-মুক্তি স্পেনেরও।

পুরো স্পেনও করোনা মোকাবিলায় গত এক বছরের বেশি সময় ধরে সরকারের পাশে ছিল। কভিড প্রোটোকল প্রত্যেকে মেনে চলায় সে দেশে সংক্রমণে লাগাম পরানো গেছে।


এর আগে ফ্রান্সে মাস্কের হাত থেকে মুক্তি পেয়েছে জনগণ। এবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ জানিয়েছেন, আগামী ২৬ জুন থেকে স্পেনে বাড়ির বাইরে বেরোলে আর মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে না। স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Spain-mask-free,-wear-mask-is-not-mandatory-from-26-June

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ