সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুবাইতে চালু হলো বিশ্বের প্রথম গভীরতম সুইমিং পুল



প্রায় ১৯৭ ফুট বা ৬০ মিটার বা প্রায় ২৫ তলা ভবনের সমান গভীর সুইমিং পুল  ‘ডিপ ডাইভ দুবাই বর্তমানে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল। মোট ছয়টি অলিম্পিক সুইমিং পুলের সমান এই পুল অন্য যে কোনো সাধারণ পুলের চেয়ে ১৫ মিটার বেশি গভীর, জানাচ্ছে পুল কর্তৃপক্ষ

সম্প্রতি এই দাবির সত্যতা যাচাই করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থা

একটি মুক্তার ঝিনুকের আকারে গড়া এই পুলের ডিজাইন আরব আমিরাতের মুক্তা খোঁজার চর্চার প্রতীক। শুধু তাই নয়, ডিপ ডাইভ দুবাই-এর পুলটি এই অঞ্চলে পানির তলায় তৈরি সবচেয়ে বড় ফিল্ম স্টুডিওও বটে

পর্যটনের পীঠস্থান হিসাবে জনপ্রিয় দুবাই পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাসহ আরো নানা রকমের আকর্ষণীয় স্থান

সেই তালিকায় নবতম সংযোজন এখন এই পুলএই পুলের ভেতরে দুটি ড্রাই রুম বা পানিবিহীন ঘরও রয়েছে। সাথে আছে আলো-শব্দে সাজানো ডুবন্ত শহরের দৃশ্য


এই পুলে নামতে চাইলে স্কুবা ডাইভিং-এর নিয়ম মেনে সাথে অক্সিজেনের ট্যাংক নিতে পারেন পর্যটকরা। দুঃসাহসী পর্যটকদের জন্য রয়েছে ফ্রি-ডাইভিং-এর ব্যবস্থা, যেখানে কোনো ধরনের অক্সিজেন ট্যাংক ছাড়াই স্রেফ নিঃশ্বাস আটকে পাড়ি দিতে হয় পানির গভীরে

এই সুইমিং পুলে প্রায় সারে ১৫ মিলিয়ন ফ্রেস পানি আছে যা কিনা ৬ টি অলিম্পিক গেমের সুইমিং পুলের সমান।এখানে ৫০ টি ক্যামেরা বিনোদন ও নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়েছে।

এই সুইমিং পুলে এক ঘন্টা ডাইভিং এর জন্য দর্শনার্থীদের ১৩৫ থেকে ৪১০ ডলার গুনতে হবে যা বাংলাদেশী টাকায় ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ