সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পরিবেশ বান্ধব কাঠের তৈরী বহুতল ভবন । 24BreakingNewsLive




কংক্রিটের  পরিবর্তে কাঠের তৈরী বাড়ীর জনপ্রিয়তা ক্রমশঃই বাড়ছে৷ জার্মানিতে প্রতি পাঁচটি নতুন বাড়ী নির্মাণের মধ্যে একটিতে উপকরণ হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে৷  এমন কাঠের তৈরি বাড়ী উন্নতমানের, মনমুগ্ধকর ও পরিবেশবান্ধব । মুলত পরিবেশে ক্ষতিকর কার্বন নিঃসরন কমাতে এই ধরনরে কাঠের বাড়ী।

জার্মানির সবচেয়ে বড় কাঠের তৈরি বহুতল ভবন হচ্ছে ভোহো ৯৮ মিটার উঁচু ২৯ তলার বাড়িটি চোখে পড়ার মতো৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন প্রকল্প দেখা যাচ্ছে৷ বার্লিনও সেই প্রবণতার ব্যতিক্রম নয়৷ বার্লিন রাজ্য কর্তৃপক্ষ গোটা এলাকা জুড়ে কাঠের  তৈরি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে৷ শহরে কার্বন নির্গমন বন্ধ করতে এই উদ্যোগ


নির্মাণের উপকরণ হিসেবে কাঠ পরিবেশে অনেক সহায়তা করে৷ অনেক শতক বছর জুড়ে কাঠ কার্বন ধারণ করেছে, ভেঙে ফেললেও কার্বন কাঠের মধ্যেই থাকে৷ সিমেন্টের তৈরী স্থাপনায় সেটা সম্ভব নয়।

নির্মাণের ক্ষেত্রে এখনও সিমেন্ট মূল উপকরণ৷ বার্লিন শহরেও একটি গোটা এলাকা জুড়ে সিমেন্টের বাড়ি তৈরি হচ্ছে৷ মাত্র একটি বাড়ি কাঠ দিয়ে গড়ে তোলা হচ্ছে৷ বছরের শেষে সেটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা৷ শুধু ভিত্তি সিঁড়ি সিমেন্ট দিয়ে তৈরি, বাকি অংশে শুধু কাঠ৷

 জার্মানীর কুয়েডলিনবুর্গ শহরে প্রায় ১৩০০ মত কাঠের বাড়ী রয়েছে।১৯৯৪ সালে এই শহরের পুরাতন অংশকে জাতিসংঘ তথা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ড হেরিটিজ তালিকায় অন্তর্ভুক্ত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ