সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনা টিকা নেওয়ার ভয়ে গাছের উপরে

ভ্যাকসিন  নেওয়ার ভয়ে সোজা  বড় গাছে উঠে  বসলেন মধ্যপ্রদেশের এক গ্রামের কানওয়ার লাল নামে ব্যক্তি। এমনকি তার স্ত্রীও যাতে ভ্যাকসিন না নিতে পারেন, সেজন্য তাঁর আধার কার্ডও সঙ্গে নিয়ে গাছে উঠেন।

 ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মধ্যপ্রদেশের রাজগড় জেলার পাটানকালান গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে ওই গ্রামে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। গ্রামের সবাইকে ডাকা হয়েছিল সেখানে। খবর পেয়ে উপস্থিত হন কানওয়ারলালও। কিন্তু অন্যদের ভ্যাকসিন নিতে দেখেই ভয় পেয়ে যান কানওয়ারলাল। এরপরই ভ্যাকসিন ক্যাম্পের পাশেরই একটি গাছের মগডালে চড়ে বসেন তিনি

এরপর অনেকেই তাঁকে নীচে  আসতে অনরোধ করেন কিন্তু কানওয়ারলাল সাফ জানিয়ে দেন, যতক্ষণ না ভ্যাকসিন দেওয়া শেষ হচ্ছে এবং  ভ্যাকসিন ক্যাম্পের লোকজন চলে না যাচ্ছে, ততক্ষণ তাকে কেই গাছ থেকে নিচে নামাতে পারবে না। শুধু তাই নয়, তাঁর স্ত্রীও যাতে ভ্যাকসিন না নিতে পারেন, সেজন্য স্ত্রীর আধার কার্ডও সঙ্গে নিয়ে গাছে চড়ে বসেন।

শেষপর্যন্ত পুরো ভ্যাকসি ক্যাম্প শেষ হওয়ার পরই গাছ থেকে নিচে নামেন কানওয়ারলাল। খুজনুর ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ রাজীব ঘটনার কথা জানতে পেরেই ওই গ্রামে আসেন। তারপর কানওয়ারলালকে বোঝানও। পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেন, “ওই ব্যক্তিকে অনেক বোঝানোর পরই তিনি ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন। জানিয়েছেন পরবর্তীতে গ্রামে ভ্যাকসিনের ক্যাম্প বসলেই তিনি এবং তাঁর স্ত্রী টিকা নেবেন।

 Climb-on-the-tree-for-fear-of-taking-Corona -vaccination

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ