সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরার খোঁজ পাওয়া গেল

 


বতসোয়ানায় আবিষ্কৃত হয়েছে এক হাজার ৯৮ ক্যারেটের একটি হীরক খণ্ড বা ডায়মন্ড।  ধারণা করা হচ্ছে— এ পর্যন্ত পাওয়া হীরক খণ্ড বা ডায়মন্ড এর মধ্যে এটি তৃতীয় বৃহত্তম ।

‘দেভসোয়ানা’ নামে একটি প্রতিষ্ঠান প্রায় দুই সপ্তাহ আগে এ হীরাটি উত্তোলন করেছে বলে জানায় বিবিসি। এর পর পাওয়া রত্নটি দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে দেখানো হয়।

এ হীরক খণ্ড বা ডায়মন্ড আবিষ্কারক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লিনেথ আর্মস্ট্রং জানান, ‘দেভসোয়ানার অর্ধশতকের বেশি সময়ের ইতিহাসে নতুন হীরাটি সবচেয়ে বড়’।

আর ২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছিল। টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। বিশ্বে এখন পর্যন্ত সন্ধান পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরার স্বীকৃতি পেয়েছে এটি। সেটির চেয়ে ওজনে সামান্য কম নতুন পাওয়া এ হীরক খণ্ড বা ডায়মন্ড। 

এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে ।১০০ বছরের বেশি সময় আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল।

আফ্রিকার দেশ বতসোয়ানাতেই সবচেয়ে বেশি হীরা উৎপাদন হয়।  দেশটির সরকার ও ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্সের যৌথ উদ্যোগে পরিচালিত হয় ‘দেভসোয়ানা’ প্রতিষ্ঠানটি।  আর তাদের অর্জিত অর্থের প্রায় ৮০ শতাংশই লভ্যাংশ, রয়্যালটি ও কর বাবদ পায় বতসোয়ানা।


The-third-largest-diamond-in-the-world-was-discovered

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ