সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গণহারে খুঁজে পাওয়া পাথরগুলো ছিল স্ফটিক, হীরা নয়

 


দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, গত মাসে গ্রামবাসী যেসব পাথর পেয়েছে তা হীরা নয়, তা কোয়ার্টজ (এক ধরনের স্ফটিক আলংকরিক পাথর) খবর বিবিসির

গবাদিপশু চরাতে গিয়ে এক দল রাখাল প্রথমে কোয়াজুলু-নাটাল প্রদেশে এই পাথরের সন্ধান পায়। এরপর দক্ষিণ-পূর্ব জোহেনাসবার্গ থেকে ৩০০ কিলোমিটার দূরের কোয়াহিলাথির গ্রামের বাসিন্দারা এই পাথরকে হীরা মনে করে ভিড় জমাতে থাকে। গ্রামবাসীদের হীরা পাওয়ার বিষয়টি বেশ আলোচিত হয় গণমাধ্যমে

তবে পরীক্ষার পর জানা যায়, খুঁজে পাওয়া পাথরগুলো হীরা নয়। তা এক ধরনের স্ফটিক পাথর কোয়ার্টজ। যার মূল্য খুব কম। এমনটাই জানিয়েছে কর্মকর্তারা। অ্যালুমিনিয়াম পটাশিয়াম ফেল্ডসপারের পরে কোয়ার্টজ হলো পৃথিবীর ভূ-ত্বকের সর্বাধিক খনিজ।  


স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, ‘পরীক্ষায় শেষ পর্যন্ত জানা গেছে ওই এলাকায় পাওয়া পাথরগুলো হীরা নয়।

এই ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার এক দরিদ্র অঞ্চলে। দেশটি ইতিমধ্যে ব্যাপক হারে অর্থনৈতিক বৈষম্যতায় ভুগছে। চলমান করোনাভাইরাস মহামারিতে অনেকে চাকরিহীন হয়ে পড়েছে

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় মহাদেশটির অন্যান্য দেশের চেয়ে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় . মিলিয়ন করোনায় আক্রান্ত হয়েছে দেশটিতে। মারা গেছে প্রায় ৬০ হাজার


The-stones-found-in-the-mass-were-crystals,-not-diamonds

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ