সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রান্নাঘর সাজানো হয়েছে সারে ৫ কোটি টাকার মুদ্রা

 

মহামারিতে লকডাউনের কারণে সবাইকে যে সময় কাটাতে দুর্ভোগে পড়তে হয়েছে তা নয়। অনেক মানুষ এই সময়ে নিজেদের কল্পনা সৃজনশীলতাকে বাস্তবে রূপ দিতে কাজে লাগিয়েছেন। যেমনটি করেছেন উত্তর-পশ্চিম ইংল্যান্ডের এক নারী। তিনি নিজের সময়টুকু কাজে লাগিয়েছেন মুদ্রা দিয়ে রান্নাঘর সাজাতে

বিলি জো ওয়েলসবি নামের এই নারী কয়েক হাজার মুদ্রা দিয়ে রান্নাঘরের দেয়াল সাজিয়েছেন। এখন সেখানে সামান্য আলো প্রবেশ করলেই তা ঝিকমিক চকচক করে ওঠে। ফেসবুকে নিজের রান্নাঘরের কয়েকটি ছবি প্রকাশ করার পর প্রশংসায় ভাসছেন তিনি

এক সাক্ষাৎকারে বিলি জানান, এটি আমাদের সব চেয়ে আনন্দের জায়গা। প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে পুরো কাজটি সম্পন্ন করতে। ভাবতেই ভালো লাগছে পুরোটাই আমার নিজ হাতে করা


তিনি জানান, সাড়ে সাত হাজার মুদ্রা লেগেছে সাজাতে। প্রতিটি মুদ্রার মূল্য ৭৫ ইউরোর সমান। অর্থাৎ বাংলাদেশি টাকায় মোট কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকা খরচ করেছেন তিনি

ফেসবুক পোস্টে বিলি জানিয়েছেন, রান্নাঘর সাজানোর পুরো কাজ একাই তিনি করেছেন। এই কাজে তার লেগেছে সাড়ে সাত হাজার মুদ্রা। সময় লেগেছে দশ ঘণ্টা।

The-kitchen-has-been-decorated-with-coins-worth-Tk-5-crore

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ