সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সেই কিশোরকে মৃত্যুদণ্ড দিলো সৌদি

 


রাজতন্ত্রবিরোধী আন্দোলনের দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরে ছয় বছর আগে আটক এক কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারভিশ নামে ওই কিশোরের বিরুদ্ধে রাজতন্ত্রবিরোধী উসকানি এবং শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ এনেছিল রিয়াদ। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়। তখন তার বয়স ছিল ১৭ বছর। খবর গার্ডিয়ানের

মানবাধিকার সংস্থার সমালোচনা উপেক্ষা করেই এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। ২৬ বছর বয়সী মুস্তাফা বিন হাশেম বিন ঈসা আল-দারোইশ বিরুদ্ধে উসকানি এবং বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দাম্মাম প্রদেশে মঙ্গলবার (১৫ জুন) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়েছিলো। সে সময় তার বয়স ছিলো ১৭। 

সৌদি সরকার বলছে, মুস্তাফা দেশটির সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, ফলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে। সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তুলে দারোইশ। একই সঙ্গে উসকানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করে। এরই প্রেক্ষিতে তাকে তখন আটক করা হয়। ২০১১ ২০১২ সালে ১০টি দাঙ্গায় অংশ নেয় আল-দারোইশ


ছাড়াও সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মারমুখী অবস্থান নিয়েছিলেন এমন একটি ছবিও তাঁর বিরুদ্ধে প্রমাণ হিসেবে উত্থাপন করা হয়

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মুক্তির দাবি জানিয়ে আসছিলো। ছাড়া আল-দারোইশের বিচার প্রক্রিয়া ন্যায়সঙ্গত হয়নি বলেও দাবি অনেকের 

The-Saudis-executed-the-teenager-for-anti-monarchy-movement

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ