সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইন্দেনেশিয়ায় করোনার টিকা নিলেই গরু, ছাগল, মুরগি দেয়া হচ্ছে লটারীতে

 


করোনার প্রতিরোধে টিকা নিলেই লটারীতে পাবেন গরু ছাগল,মুরগি। ইন্দোনেশিয়ার বাসিন্দাদের জন্য এমনই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ওয়েস্ট জাভা প্রদেশে করোনা প্রতিরোধে টিকা নিতে আগ্রাহী না হওয়ায় ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসাহ নিয়ে ইতোমধ্যেই টিকা গ্রহণের জন্য নাম নিবন্ধনও করতে শুরু করেছেন বাসিন্দারা

বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়াও করোনার থাবায় বিপর্যস্ত। দেশটিতে পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও দেশটির বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ নয়। তবে টিকার এক ডোজ নিলেই লাটারীতে পাচ্ছেন গরু, ছাগল বা মুরগি টিকাদানে উৎসাহিত করতেই অভিনব পন্থা বেছে নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির ওয়েস্ট জাভা প্রদেশে টিকা গ্রহণের হার কম থাকায় স্থানীয় কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে

সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়ান বলেন, নানা কারণে বয়স্করা টিকা নিতে চান না। কেউ কেউ টিকা নিতে ভয় পান, কেউবা টিকা কাজ করবে কি না তা ভেবেই নিতে চান না। তাই আমরা উৎসাহিত করতে টিকার পর লটারীতে গরু, ছাগল বা মুরগি দিচ্ছি। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত ৮৮ লাখ মানুষকে টিকার আওতায় আনা গেছে। যা মোট জনসংখ্যার মাত্র ভাগ

In-Indonesia,-cows,-goats-and-chickens-are-being-given-lottery-if-they are-vaccinated-against-corona

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ