সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৩ লাখের জন্য গুঁড়িয়ে দেওয়া হলো ৫ কোটির বাড়ি

 


সাধ করে যে মিস্ত্রিকে দিয়ে বাড়ি বানিয়েছিলেন এক ব্যক্তি। সেই মিস্ত্রিই কিনা তিন লাখ টাকা বকেয়া বিলের জন্য ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেল সেই সাধের বাড়ি! যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা!

ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটে এই ঘটনা ঘটে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে

কিন্তু কেন এই ঘটনা ঘটালেন ওই মিস্ত্রি? জানা গেছে, ওই মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে পুরো টাকা মেটাননি বাড়ির মালিক। সেই ক্ষোভেই বাড়ি ভেঙে দেন ওই মিস্ত্রি

জানা গেছে, ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা জে কুর্জি সম্প্রতি একটি বাড়ি কিনেছিলেন সেই বাড়িটি নতুন করেই গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। এর জন্য খরচ হয় কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা

কিন্তু মিস্ত্রির কাজ তাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই কোটি ৮৮ লাখ ৭২ হাজার টাকা মিটিয়ে দিলেও লাখ ৬০ হাজার টাকা বাকি রেখে দেন কুর্জি। ঝামেলা বাঁধে সেখান থেকেই। বিষয়টি নিয়ে মিস্ত্রির সঙ্গে একাধিক বাক বিতণ্ডাও হয় কুর্জির

আর এরপরই সম্প্রতি সপরিবারে ছুটি কাটাতে যান কুর্জি। আর সেই সুযোগেই দলবল নিয়ে ওই বাড়ির অনেকটা অংশই ভেঙে দেন ওই মিস্ত্রি 


5 crore value houses were demolished for 3 lakhs unpaid


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ