সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাতিসংঘে ‘স্বাধীন ও গণতান্ত্রিক’ প্যালেস্টাইন রাস্ট্র গঠনের পক্ষে ভারত

 


জাতিসংঘেস্বাধীন গণতান্ত্রিকপ্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিল ভারত একইসঙ্গে গাজা-সহ অন্যান্য এলাকায় আরব-ইহুদি সংঘাতে ইতি টানার আবেদন জানিয়েছে নয়াদিল্লি

২৪ জুন ২০২১ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইজরায়েল প্যালেস্টাইন নিয়ে  নিজের অবস্থান স্পষ্ট করে ভারত। এদিন আন্তর্জাতিক মঞ্চটিতেস্বাধীন গণতান্ত্রিকপ্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষেই মত দেন ভারতীয় বিদেশমন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ।


তিনি বলেন, “ভারত স্বাধীন গণতান্ত্রিক প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পক্ষে। ওই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য দুটি পৃথক রাষ্ট্র গঠন ছাড়া আর কোনও পথ নেই।একইসঙ্গে গাজায় হিংসা থামানোর আরজি জানিয়ে বিকাশ স্বরূপ আরও বলেন, “সুনির্দিষ্ট সংস্থার মাধ্যমে প্যালেস্টাইন এর মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে গাজায় নজর দেওয়া উচিত। ত্রাণ বিলি করার ক্ষেত্রে ইজরায়েলী প্যালেস্টাইন প্রশাসনের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজন রয়েছে। প্যালেস্টাইন এর বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দ্রুত পদক্ষেপ না করলে সেখানে ফের রক্তাক্ত সংঘর্ষ শুরু হতে পারে। আমরা দুই পক্ষের কাছেই সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলার আবেদন জানাচ্ছি।

উল্লেখ্য, গত মে মাসে ইজরায়েল   প্যালেস্টাইন এর হামাসের মধ্যে ১১ দিন ধরে রক্তাক্ত লড়াই চলে। এতে কয়েক শত মানুষের মৃত্যু হয়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা। তারপরই মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।

 

 India-in-UN-is-in-favor-of-the-formation-of-a-UN-'independent-and-democratic'-Palestinian-state

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ