সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মিয়ানমার জান্তার কাছে ভারতের সামরিক অস্ত্র বিক্রি



 

ভারতের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মিয়ানমার জান্তাকে অন্তত সাতটি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে। ভারতীয় এই কোম্পানিটির মালিকানা রাষ্ট্রীয়। বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে উপকূলে নজরদারি চালানোর প্রযুক্তি। মিয়ানমারের একটি অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে

জেএফএম কর্তৃক সোমবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বিইএল) মিয়ানমার জান্তার কাছে রাডার সরঞ্জাম যোগাযোগের যন্ত্রপাতি বিক্রি করেছে। যে জান্তা সরকারের হাতে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর দেশটির আট শতাধিক নাগরিক নিহত হয়েছে

জেএফএম মুখপাত্র ইয়াদানার মাউং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিইএল এর বাণিজ্যের মাধ্যমে জান্তাতে বৈধতা দিচ্ছে ভারত সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করছে সেনাবাহিনী

প্রতিবেদন অনুসারে, ভারতের বিক্রি করা সরঞ্জামগুলোর মধ্যে আছে ইলেক্ট্রো-অপটিক সিস্টেমস, রাডার ভিডিও এক্সট্রাক্টর রিসিভার, ভিএইচএফ কমিউনিকেশন্স সিস্টেমস, গ্রাফিক্স প্রসেসর, ওয়ার্কস্টেশন হার্ডওয়ার, সার্ভার স্টোরেজ ব্যাটারি

২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে জয়পুর ব্যাঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়। ভারতীয় কোম্পানিটির সঙ্গে ইসরায়েল, ইতালি, সুইডেন, ডেনমার্ক ফ্রেঞ্চ-ডাচ কোম্পানির বাণিজ্য রয়েছে।  

India-sells-military-weapons-to-Myanmar-junta

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ